বোয়ালখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রভাস চক্রবর্ত্তী:

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বব্যাপী পালিত এ দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং সুধী সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য অন্যতম হুমকি। সরকারকে সহযোগিতা করে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে। এটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৯৭২ সালের মানবিক পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *