সাভারে পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

আলমাস হোসাইন:


চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে সাভার ও আশুলিয়ায় বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার-আশুলিয়ার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসাইন, ইসমাইল হাবিব।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, ছাত্রছাত্রীরা আমাদেরই ভাই-বোন, আমরা তো তাদের জন্যই ছাত্র রাজনীতি করি। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ফলে আজ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে সামান্য কিছু নিয়ে পাশে দাঁড়িয়েছি।

সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আমরা যাদের নেতা, যাদের জন্য আমরা রাজনীতি করি, তাদের পাশে তো আমরা থাকবই।

পরীক্ষার্থী রিমঝিম আক্তার বলেন, আমাদের বড় ভাইয়েরা আজ আমাদের সবাইকে খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার পানি সহ অনেক কিছু দিয়েছে। এতে আমরা খুব খুশি হয়েছি। এভাবে সিনিয়ররা পাশে থাকলে শিক্ষাঙ্গন আরও প্রাণবন্ত হবে।

সজীব আহমেদ বলেন, আজকের মতো সবসময় যদি ছাত্র নেতারা এভাবে ছাত্রদের পাশে থাকে তাহলে তো কথাই নেই।

এসময় ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও কথা বলেন এই ছাত্র নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্র নেতা সোহেল খন্দকার, শাওন, রিফাত হোসাইন, আদিত্য, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *