পটিয়া থানার ওসি জায়েদ নুরের তৎপরতায় আত্মসমর্পণ করলেন মাদক মামলার পলাতক আসামি

কামরুল ইসলাম:


চট্টগ্রামের পটিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সমির সর্দ্দার (৫৬) থানায় এসে আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেল ৩টার দিকে তিনি পটিয়া থানায় উপস্থিত হয়ে নিজে থেকে আত্মসমর্পণ করেন।

সমির সর্দ্দার পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি এলাকার বাসিন্দা এবং ভোলা সর্দ্দারের ছেলে। তিনি একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সমির সর্দ্দারকে গ্রেপ্তারে পটিয়া থানা পুলিশ তার বাড়িতে একাধিকবার অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর শেষ পর্যন্ত পুলিশের অব্যাহত তৎপরতা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেই আত্মসমর্পণ করেন।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “আসামি সমির সর্দ্দার আত্মসমর্পণের পর তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি যতদিন পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্বে আছি, ততদিন এই থানার আওতাভুক্ত এলাকায় সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও অপরাধীদের কোন স্থান হবে না। অপরাধীরা যে দলেরই হোক, তারা কোনোভাবেই রেহাই পাবে না। আমি সকল অপরাধীদের মাটির নিচ থেকেও খুঁজে বের করে আইনের আওতায় আনব।”

পটিয়ার সচেতন মহল বলছে, ওসি জায়েদ নুর যোগদানের পর থেকেই এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছেন, যার ইতিবাচক প্রভাব পড়ছে সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *