বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, কদবেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে প্রমুখ।

এ সময় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ করে মোট ৩ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/কর্মকর্তা এবং শিক্ষার্থীদের হাতে জনপ্রতি ৪টি করে চারা তুলে দেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *