স্বাধীন সংবাদ ডেস্ক:
আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ব্যাংক ও আর্থিক খাতে চলমান বড় সংস্কার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ও গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে এ সংস্কার প্রয়োজনীয় এবং তা দ্রুত গতিতে এগিয়ে চলছে।
বুধবার (২ জুলাই) রাজধানীতে আয়োজিত এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, “দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তুলতে এবং গ্রাহকদের আস্থা ফেরাতে আমরা সংস্কার কার্যক্রমকে গতি দিয়েছি। ডিসেম্বরের মধ্যেই তা বাস্তবায়ন করা হবে বলে আশা করছি।”
এনবিআর ও আইএমএফ ইস্যুতে জটিলতা
সংস্কার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কিছু শর্ত ও বাধা নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, “জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিভক্তি সংক্রান্ত জটিলতার কারণে আইএমএফ কিস্তি ছাড়ের বৈঠকে বসতে চায়নি। এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠিকে গুরুত্ব না দেওয়ায় আমাকে ব্যাখ্যা দিতে হয়েছে।”
এসএমই খাতের উন্নয়নে জোর
অর্থ উপদেষ্টা আরও বলেন, “এসএমই খাত শুধু স্বল্পোন্নত দেশেই নয়, উন্নত দেশেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতে প্রযুক্তির ব্যবহার, আধুনিকায়ন এবং নারী ক্ষমতায়নে এর ভূমিকা অনস্বীকার্য। এসএমই উন্নয়নে ব্যাংকার ও নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংককে আরও সক্রিয় হতে হবে। অর্থ মন্ত্রণালয়ও প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
সারসংক্ষেপ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আর্থিক পুনর্গঠনের রূপরেখায় ব্যাংক খাত সংস্কার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি আশা করা যাচ্ছে, যা অর্থনীতির কাঠামোগত ভিত্তিকে মজবুত করবে।