স্বাধীন স্পোর্টস ডেস্ক:
নিজের বলে দারুণ ক্যাচ নিয়ে ভাইরাল অস্ট্রেলিয়া অধিনায়ক, ক্রিকেটপ্রেমীরা বলছেন—‘এই দশকের সেরা’
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স একসঙ্গে বল করেছেন, উইকেট শিকার করেছেন, আবার নিজের বলে অসাধারণ ক্যাচও ধরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে তার এমন অলরাউন্ড নৈপুণ্যে মুগ্ধ পুরো ক্রিকেট দুনিয়া। বিশেষ করে নিজের বলে ধরা দুর্দান্ত ক্যাচটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের নবম ওভারে। এর আগে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২৮৬ রান, যেখানে বিউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি হাফসেঞ্চুরি করেন। ক্যারিবীয় বোলারদের মধ্যে আলজারি জোসেফ শিকার করেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুর দিকেই ধাক্কা খায় হ্যাজেলউডের বলে। এরপর নবম ওভারে স্ট্রাইক পান কেসি কার্টি। প্যাট কামিন্সের একটি ডেলিভারি তার ব্যাট ও প্যাডে লেগে আকাশে উঠে যায়। আশেপাশে কোনো ফিল্ডার না থাকলেও বলের পেছনে ছুটে যান নিজেই কামিন্স।
বোলিংয়ের ফলো-থ্রু সামলেই কামিন্স একপ্রকার উড়েই যান বলের দিকে। মাটি ছোঁয়ার আগ মুহূর্তে তিনি হাত বাড়িয়ে এমনভাবে বলটি লুফে নেন, যেন সুপারম্যানের উড়ন্ত দৃশ্যের বাস্তব রূপ। ঘটনা এত দ্রুত ঘটে যে ধারাভাষ্যকাররাও মুহূর্তে বোঝে উঠতে পারেননি।
পরিস্থিতির বিশ্লেষণে টিভি আম্পায়ারের শরণাপন্ন হতে হয়। রিপ্লেতে দেখা যায়, ক্যাচটি পরিষ্কারভাবেই ধরা হয়েছে—মাটিতে লাগেনি।
ক্রিকেটভক্তরা বলছেন, ‘এটাই এই দশকের সেরা ক্যাচ।’ কেউ কেউ বলছেন, ‘একেই বলে আসল অ্যাথলিট।’
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ২৫৩ রানে। তাদের পক্ষে ব্র্যান্ডন কিং সর্বোচ্চ ৭৫ রান করেন। প্যাট কামিন্স শিকার করেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দিন শেষ করে ২ উইকেট হারিয়ে ১২ রানে।