মোশারফ হোসেন জসিম পাঠান :
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের পূর্ব বুধি গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়ার মৃত্যু দুই মাস হল এখন পর্যন্ত রহস্য উদঘটন করতে পারেনি পুলিশ। সূত্রে জানা যায় গত 7/5/25 ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যায় রুবেল প্রতি দিনের মত হোন্ডার ভাড়া মারার জন্য ঘর হইতে বের হয়। এর পর রাতে আর বাসায় ফেরেনি চালক রুবেল।
ভোর ভোর হইতে বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। দিনের প্রায় 3টার দিকে রুবেলের লাশের সন্ধান পায়, উপজেলার জারিয়া ইউনিয়নের চন্দরা গ্রামের ইউপি সদস্য মোঃ হিরামিয়া খেতে রুবেলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি থানা কে অবগত করলে থানার কর্মকর্তা ও প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা বৃন্দ ঘটনার স্থান পরিদর্শন করেন।
এবং মৃতক রুবেল এর মরা দেহ সূরা তাহাল করে। পোস্টমর্টেমের জন্য মরগে প্রেরণ করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতক রুবেল এর বাবা মোঃ আবুল কাশেম মিয়া বাদী হয়ে পূর্বধলার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত এজাহার দায়েল করেন অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা বিরুদ্ধে।
এই ঘটনা দুই মাস হয়ে গেল কিন্তু ভুক্তভোগী পরিবার বর্গ এখন পর্যন্ত পুলিশের কোন রিঅ্যাকশন দেখতে পাইনি। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনা ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন তথ্য সংগ্রহ করতে গেলে ভুক্তভোগী পরিবার বর্গ লোকজনের কাছে জানতে চাইলে তারা চিৎকার করে বলেন আমরা বিচার চাই , প্রশাসনের সাহায্য চাই ,রুবেলকে যারা নির্মমভাবে হত্যা করেছে ,এদের খুঁজে বের করে। দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি জানাই।