পেকুয়ায় থানায় টানা ২১ দিনের রিমান্ড শেষে ডাকাত জাফর কারাগারে

কামরুল ইসলাম:

চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চকরিয়া ও পেকুয়া থানার মামলায় টানা ২১ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আনোয়ারুল কবির এই আদেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিযুক্ত রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) গোলাম সরওয়ার জানান, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিনের এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার পেকুয়া থানার রিমান্ড শেষে পুলিশ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক স্বাস্থ্য পরীক্ষার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সাবেক এমপি জাফর আলমকে আদালতে আনা-নেওয়াকে কেন্দ্র করে গত এক মাস ধরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। গত ১৮ জুন জাফর আলমকে আদালতে আনা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ঝটিকা মিছিল করে তার মুক্তির দাবিতে। একই সময় থানা রাস্তার মাথা এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে।

এছাড়া, গত ২ জুলাই রিমান্ডের জন্য জাফর আলমকে পেকুয়া থানায় নেওয়া হলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পেকুয়ায়ও ঝাড়ু মিছিল ও বিশাল সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *