কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
চট্টগ্রাম বোর্ডে এবার ২১৯টি কেন্দ্রে মোট ১ হাজার ১৬৪টি স্কুল থেকে ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৭৮ হাজার ৭২৫ জন ছিল ছাত্রী এবং ৬১ হাজার ৬৬৩ জন ছিল ছাত্র।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়েদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৩ জন ছাত্রী এবং ৫ হাজার ৪৯০ জন ছাত্র।
২০২৪ সালের তুলনাতেও একই প্রবণতা দেখা গেছে। গত বছর ছাত্রীদের পাসের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ, ছাত্রদের ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ। তখনও ছাত্রীদের জিপিএ-৫ সংখ্যা (৫ হাজার ৭৫০ জন) ছেলেদের চেয়ে (৫ হাজার ৭৩ জন) বেশি ছিল।
শিক্ষা বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকভাবে মেয়েদের এই অগ্রগতি ইতিবাচক বার্তা বহন করে। তারা মনে করেন, সামাজিকভাবে মেয়েদের শিক্ষায় অগ্রাধিকার এবং পরিবারের সহায়তাই এর অন্যতম কারণ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, মোট পরীক্ষার্থীর তুলনায় এবার পাসের হার কিছুটা কম হলেও মেধার মানদণ্ডে শিক্ষার্থীরা আগের মতোই শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।
বোর্ড কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, আগামীতে ছাত্রী-ছাত্র উভয়ই আরও ভালো ফলাফল করবে এবং এই ইতিবাচক প্রতিযোগিতা শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।