হতদরিদ্র পিতৃহীন মনীষার এসএসসিতে জিপিএ-৫

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এক প্রান্তিক গ্রামের মেয়ে ফজিলাতুন্নেছা মনীষা এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কঠিন অভাব, পিতৃহীনতা ও দারিদ্র্যকে পেছনে ফেলে এই মেধাবী ছাত্রী অর্জন করেছে সাফল্য, যা এলাকার মানুষের কাছে আজ এক অনুপ্রেরণার গল্প।

মনিষা উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পদ্ম পুকুর এলাকার বাসিন্দা। ছোটবেলায় ঈদের সকালে বাবাকে হারিয়ে ফেলেন। মা মনোয়ারা বেগম পাঁচ কন্যা সন্তান নিয়ে তখনই পড়েন চরম আর্থিক সংকটে। দিনমজুর স্বামীর রেখে যাওয়া সামান্য জমিজমা আর নিজের অক্লান্ত পরিশ্রমে সন্তানদের বড় করে তুলছেন মনোয়ারা বেগম। কখনো ধানী জমিতে চাষ, কখনো বিয়েবাড়িতে রান্নার কাজ করে সংসার চালিয়েছেন।

মনিষার মা বলেন,
“মেয়েদের লেখাপড়া বন্ধ করিনি কখনও, অভাব থাকলেও স্কুলে পাঠিয়েছি। অনেক দিন মনীষা না খেয়ে স্কুলে গেছে। এখন কলেজে ভর্তি হয়ে কীভাবে পড়াবো, তা নিয়েই বেশি চিন্তিত।”

চরখিজিরপুর হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন,
“মনিষা অত্যন্ত ভদ্র ও মনোযোগী ছাত্রী। প্রতিকূল অবস্থার মধ্যেও পড়াশোনার প্রতি ওর নিষ্ঠা দেখার মতো। ওর সাফল্যে আমরা গর্বিত।”

মনিষার এই সাফল্যে শুধু বিদ্যালয় নয়, পুরো এলাকাই গর্বিত। তবে, এখন দরকার সমাজের সহযোগিতা—এই প্রতিভাবান শিক্ষার্থী যেন উচ্চশিক্ষার স্বপ্ন থেকে ছিটকে না পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *