ডেঙ্গুতে মৃত্যু আরও ২ জনের মৃত্যু, ভর্তি ৩৩০ জন

স্বাধীন সংবাদ ডেস্ক: 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন।

সোমবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনের একজন চট্টগ্রাম বিভাগ এবং অন্যজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরের) এলাকায় ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে। এই সময়ে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ার ফলে ডেঙ্গু সংক্রমণও বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর ও সিটি কর্পোরেশনগুলোকে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *