কেন্দুয়ায় কন্যা দেখতে এসে এক সেনা সদস্য আটক, ব্যাপক মারধর গ্রামবাসী ক্ষুব্ধ

মোছাঃ নাছিমা খাতুন সুলতানাঃ

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামের মোঃ ফাইজুল রহমান এর মেয়ে মোছাঃ রুমা আক্তার কে দেখতে এসে এক সেনা সদস্য আটক, ব্যাপক মারধর গ্রামবাসী ক্ষুব্ধ। সূত্রে জানা যায় নেত্রকোনা জেলার পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধরুয়া গ্রামের হেলাল উদ্দিন ভূঁইয়ার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ মাহমুদুল হাসান লিংকন ছুটি নিয়ে বাড়িতে আসে ।কয়েকদিন পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে।

বিয়ের কথা বললে হঠাৎ বন্ধু সেনা সদস্য কে বলেন একটি মেয়ের সন্ধান আছে । আমার খালাতো বোন রুমা আক্তার। চল গিয়ে দেখে আসি পছন্দ হলে পরে কথা বলব ।এই কথা বলে গত 8/7/25 ইং তারিখে ফুসকিয়ে ,সেনা সদস্যকে নিয়ে য়ায় কন্যার বাড়িতে । খাওয়া-দাওয়া পরে সেনা সদস্য বিদায় এর কথা বললে মেয়ের মা ও বাবা ফাইজুল রহমান কিছু লোক ঢাকার জন্য মেয়ের মাকে বলে । আওয়ামী নেতা কর্মী গন মেয়েটির মার ডাকে সাথে সাথে দ্রুত ছুটে আসে। ছেলেটিকে মারধর শুরু করে। ছেলেটির পকেটে থাকা টাকা পয়সা, ও স্বর্ণের চেইন, চিনিয়ে নিয়ে যায়। বাড়িতে চিৎকার শুরু হলে পাড়ার ও গ্রামের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল হতে ছেলেটিকে উদ্ধার করে। অন্যের বাড়িতে নিয়ে যায়।

অল্পের জন্য সেনা সদস্য প্রাণী বেঁচে যায়। পরে সকালে ছেলের বাড়ির লোকজনকে বিষয়টি অবগত করলে তারা দ্রুত ছুটে ঘটনার স্থানে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকা বাসীর কাছে জানতে চাইলে তারা সততা স্বীকার করে বলেন, মেয়েটির বাবা ফাইজুল রহমান আওয়ামী লীগের ক্ষমতা অপব্যয় করে মাদ্যক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে এই পরিবারটি ওঙ্গা অঙ্গী ভাবে জড়িত মেয়েটির বাবা তিনি নিজে তিনটি বিবাহ করে। এই নিয়ে একটি গ্রাম্য সালিশ বসে বিষয়টি মীমাংসা করে দেয়। কিন্তু কিছু সংখ্যক অসাধু নেতাকর্মী কু পরামর্শ মেয়েটি কে নিয়ে ফাইজুল রহমান ক্ষমতা অপব্যয় করে।বিভিন্ন পত্র পত্রিকায় ছেলের ও গ্রামবাসীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে হেপ্রতিপন্নতা সৃষ্টি ও স্বার্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে । এ ব্যাপারে প্রশাসনের ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে গ্রাম ও এলাকাবাসী।

এলাকাবাসীর যারা তারা হলেনঃ মোহাম্মদ আজিজুল হক, মোঃ আমিনুল ইসলাম, আতাউর রহমান হুজুর, সিদ্দিকুর রহমান হুজুর, মোঃ নুরুল আমিন, মোঃ মিলন মিয়া, আবুল বাশার, জামাল মিয়া, আজহারুল ইসলাম, মোঃ সোহাগ ভূঁইয়া, নুরল ইসলাম , লোকমান হেকিম, মনোয়ার হোসেন,বিল্লাল হোসেন, ইদ্রিস মাস্টার,নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, আমিন মিয়া, রুহুল আমিন সহ আরো অনেকেই প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *