ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

সুমন খান:

রাজধানীর ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী, এনডিসি।

গতকাল সোমবার (১৪ জুলাই ২০২৫ খ্রি.) সকাল ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ডিএমপি কমিশনার।

এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার স্কুলটির নির্মাণকাজে টেকসই ও মানসম্মত স্থাপনার ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *