প্রতিকূলতায়ও মানুষের পাশে শ্যামনগরের মানবিক ইউএনও রনী খাতুন

আব্দুর রশিদ, সাতক্ষীরা: 

প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল পরিবেশ—কোনো কিছুই থামিয়ে রাখতে পারছে না সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে। যেকোনো দুর্যোগ মুহূর্তে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অকুণ্ঠ চেষ্টায়।

সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রমজাননগর ইউনিয়নের বিভিন্ন এলাকা তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন। ইউএনও রনী খাতুন বলেন, “সরকারি সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও রনী খাতুনের এই মানবিক ও কার্যকর তৎপরতা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এ ধরনের আন্তরিকতা ও দায়বদ্ধতা দেশের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, “রনী খাতুনের মতো একজন অফিসার আমাদের এলাকার জন্য আশীর্বাদ। তিনি শুধু নির্দেশই দেন না, বাস্তবে মানুষের কষ্ট দেখতে মাঠে নেমে আসেন।”

এই মানবিক দৃষ্টান্ত প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *