সুমন খান:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও রাজনৈতিক মিথ্যাচারের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
গত ১৪ জুলাই (সোমবার) বিকেলে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে মিরপুর শাহ আলী থানা বিএনপির উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শাহ আলী থানা বিএনপির আহ্বায়ক এস এম কাউসার পাপ্পুর নেতৃত্বে মিছিলটি মিরপুর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে শাহবাগ গোলচত্বর পর্যন্ত অবস্থান নেয়।
মিছিলে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি এবং দলীয় পতাকার সমারোহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ছিল বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় মিছিল, যা দলটির সাংগঠনিক শক্তি ও ঐক্যের একটি তাৎপর্যপূর্ণ বহিঃপ্রকাশ।
সমাবেশপূর্ব বক্তৃতায় এস এম কাউসার পাপ্পু বলেন,
“বিএনপি আগামী নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারও সেই ষড়যন্ত্রেরই অংশ। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে আছি এবং থাকবো।”
তিনি আরও বলেন,
“বিএনপি একটি সমুদ্রের মতো বিশাল সংগঠন। এখানে একজন বা দুজনের ব্যক্তিগত কার্যকলাপের দায় সমগ্র দলের ওপর চাপানো উচিত নয়। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না।”
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও এতে বিএনপির দৃঢ়তা, ঐক্য এবং রাজনৈতিক উপস্থিতির একটি শক্ত বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।