বরিশাল ব্যুরো:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশকে অস্থিতিশীল করার ‘চেষ্টা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভোলা সদর শহরে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল বলেন, “গত ১৫ বছর দেশে গণতন্ত্র ছিল না। ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আর বোকা বানানো যাবে না। দেশের জনগণ ভোট দিতে চায়—তাই তারা নিজেরাই ভোটাধিকার আদায় করে নেবে।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, মীর রনি, আশরাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা, কামাল পাশা, স্বপন গোলদাস, মীর তানু প্রমুখ।
বক্তারা সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্র হরণ’, ‘দমন-পীড়ন’ ও ‘জনপ্রশাসনের রাজনৈতিক ব্যবহার’-এর অভিযোগ তুলে বলেন, জনগণের আন্দোলনকে আর থামিয়ে রাখা যাবে না।