দক্ষিণ কেরাণীগঞ্জে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ৩

দক্ষিণ কেরাণীগঞ্জ প্রতিনিধি:


ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে চাঁদাবাজদের বিরুদ্ধে বড় সাফল্য এসেছে। ১৬ জুলাই (মঙ্গলবার) চুনকুটিয়া, কদমতলী ও আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযানে তিনজন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে আদায়কৃত মোট ১০,২৬০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

এই অভিযান পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান-এর নির্দেশনায় এবং কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম-এর তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আখতার হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ মোস্তফা ওরফে স্বপন ওরফে বাতাস (৪০) — স্থায়ী ঠিকানা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামে; বর্তমানে থাকেন চুনকুটিয়া মধ্যপাড়ায়।
২. মোঃ শফিক (৩৫) — দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।
৩. সৈয়দ আল মামনু (৪০) — পটুয়াখালীর বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা; বর্তমানে থাকেন জিনজিরা ৪ নম্বর ওয়ার্ডে।

অভিযান ও উদ্ধার:

চুনকুটিয়া বেবীস্ট্যান্ড থেকে মোস্তফার কাছ থেকে ৬,৮৪০ টাকা, কদমতলী মোড় থেকে সৈয়দ আল মামনুর কাছ থেকে ১,০০০ টাকা এবং আব্দুল্লাহপুরে কাশ্মীর লাইভ বেকারির সামনে থেকে মোঃ শফিকের কাছ থেকে ২,৪২০ টাকা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা:

তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে পৃথক তিনটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশের বক্তব্য:

দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ জানায়, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এলাকাবাসী পুলিশের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এমন অভিযান চালু থাকলে দক্ষিণ কেরাণীগঞ্জের অপরাধ চিত্র দ্রুতই পরিবর্তিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *