নাদিম চৌধুরীর নেতৃত্বে মৎস্যজীবী দলে নতুন ঐক্য, আমিনুল ইসলামের সংহতি ঘোষণা

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তরুণ দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মোঃ আমিনুল ইসলামসহ নেতা-কর্মীরা  মৎস্যজীবী দলে একতিভূত হয়েছেন।

তারা মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সভাপতি জনাব নাদিম চৌধুরীর নেতৃত্বে একাত্মতা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন। এ সময় তারা দলকে সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নবযোগদানকারী নেতাকর্মীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি, এই নবযাত্রার মাধ্যমে মৎস্যজীবী দল আরও গতিশীল হবে এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। সেই সঙ্গে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।”

দলীয় নেতৃবৃন্দ এসময় সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *