চট্টগ্রাম সিটিতে যানজটে অতিষ্ঠ নগরবাসী

কামরুল ইসলাম, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণকাজের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাস্তায় স্থাপিত পাথরের ব্যারিয়ারগুলোর কারণে জিইসি থেকে ওয়াসা মোড় পর্যন্ত দুই–তিন লেনে চলা যানবাহনকে মোড়ে এসে সিঙ্গেল লাইনে চলতে হচ্ছে, ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

জানা গেছে, ওয়াসা মোড় এলাকায় র‌্যাম্পের পিলার ঘিরে বেশ কিছু পাথরের ব্যারিয়ার রাখা হয়েছে, যা কার্যত একটি লেন বন্ধ করে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যারিয়ারগুলো সামান্য পূর্ব দিকে সরিয়ে অন্তত দুটি লেনে যান চলাচলের সুযোগ করে দিলে বাওয়া স্কুল সংলগ্ন এলাকাসহ ওয়াসা মোড়কেন্দ্রিক যানজট অনেকটাই হ্রাস পাবে।

এদিকে জিইসি র‌্যাম্পটির নির্মাণকাজ শুরু থেকেই ধীরগতিতে এগোচ্ছে। কাজটি সময়মতো শেষ না হওয়ায় আশপাশের এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্টরা কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানালেও বাস্তব অগ্রগতি খুবই কম।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকালে নিয়োজিত প্রতিষ্ঠান ‘ম্যাঙ’ শুরুতে প্রতিশ্রুতি দিয়েছিল, নিচের রাস্তাগুলো যান চলাচলের উপযোগী রাখা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। নগরীর একাধিক পয়েন্টে এক্সপ্রেসওয়ের নিচের সড়কগুলো এখন খানাখন্দে ভরা। জিইসি মোড়ের আশপাশেও র‌্যাম্প সংলগ্ন রাস্তার অবস্থা একই, ফলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানিয়েছে, ম্যানোলা হিলের পাদদেশে পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ দোকানপাট র‌্যাম্প নির্মাণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলা ও প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় কাজের গতি ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *