বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালীতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার বহদ্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বোয়ালখালী পৌরসভা পূর্ব গোমদন্ডী, বহদ্দারপাড়া এলাকায় স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর মো: রাসেল নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন চাঁদাবাজ ও নাশকতাকারীকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত আসামিকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আবু তাহের সওদাগরের ছেলে যুবদল নেতা গাজী বখতেয়ার (৪৫) ও পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার জেবল হোসেন ছেলে শাকিবুল হোসেন (৩২)।

থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাদের আজ বুধবার (২৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *