আলমাস হোসাইন :
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ সেলিম (২৮) ঢাকা জেলার দোহার থানার কার্তিকপুর বাস্তা এলাকার মৃত হবি মোল্লার ছেলে।
পুলিশ জানায়, আজ দুপুরে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তা সংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারীর বাড়ীর সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।