বরিশাল ব্যুরো চীফ:
বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া এলাকার প্রথম গলির শেষ মাথায়, ২ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির পাশে একটি দুই তলা ভবন নির্মাণ নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মোঃ বাচ্চু হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি সরকারি কোনো অনুমোদন বা প্ল্যান ছাড়াই এই ভবনটি নির্মাণ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ২০২২ সালে ফেচির্স সরকারের আমলে রইজ আহম্মেদ মান্না নামের এক প্রভাবশালী (আওয়ামী লীগের ক্যাডার) ব্যক্তির ছত্রছায়ায় বাচ্চু হাওলাদার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই প্রভাব কাজে লাগিয়ে তিনি সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে নির্মাণকাজ শেষ করেছেন।
বাসিন্দারা জানান, ভবন নির্মাণের জন্য আশেপাশে কোনো জায়গা রাখা হয়নি, নিজ ইচ্ছায় সড়কের খুব কাছাকাছি ভবন নির্মাণ করা হয়েছে। পরিকল্পনাবিহীন এ ধরনের নির্মাণ এলাকায় পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং ভবিষ্যতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে। তারা দাবি করেন, বাচ্চু হাওলাদারকে সিটি করপোরেশনের আওতায় এনে সঠিক নিয়মে ভবন নির্মাণ করানোর ব্যবস্থা নিতে হবে।
জনবহুল এই এলাকায় সরকার নির্ধারিত নীতিমালা অমান্য করে নির্মাণ কাজ চালানো নগর উন্নয়নের পথে বড় বাধা। বাচ্চু হাওলাদার ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে অবৈধভাবে নির্মিত ভবনটি সরকারি নীতিমালা অনুযায়ী ভেঙে নতুন করে তৈরি করার এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অবৈধ কাজ করার সাহস পায় না।