স্বাধীন সংবাদ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভুয়া তথ্য ছড়ানোর মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে কমিশন দিনরাত কাজ করে যাচ্ছে।
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।”
এআই একটি বড় হুমকি
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিইসি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি।”
তিনি আরও জানান, নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার, এআই-এর অপব্যবহার এবং গুজবের বিরুদ্ধে প্রয়োজনীয় নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে কমিশন।
সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চলবে
নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
পিআর পদ্ধতি নিয়ে অবস্থান
নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিষয়ে এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, “এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। নির্বাচন কমিশনকে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”
আস্থা ফেরানোর চ্যালেঞ্জ
বর্তমানে মানুষের ভোটপ্রক্রিয়ার প্রতি আস্থা ফেরানো কমিশনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করে সিইসি বলেন, “ভোটারদের কেন্দ্রমুখী করতে আমরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নিচ্ছি। দেশের মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হয়, সেটিই আমাদের লক্ষ্য।”
মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।