কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই ২০২৫) ভোররাত ২টা ৩৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান এবং তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মনির হোসেন (২১), পিতা- নুর আলম, মাতা- গোলজার বেগম; সাং- পাথরঘাটা, ব্রিক ফিল্ড রোড, মেম্বারের বাড়ি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম।
২. মোঃ আব্দুল মুমিন (২২), পিতা- মৃত মোস্তাফিজুর রহমান, মাতা- রায়হানা বেগম; সাং- মৌলভীপাড়া, আলী সওদাগরের বাড়ি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম; বর্তমানে- কালামিয়া বাজার, হাটখোলা, মাষ্টার কলোনি, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম।
৩. মোঃ রুবেল (২৬), পিতা- রফিক মিয়া, মাতা- হাসিনা বেগম; সাং- মধ্যম জালিয়াকাটা, কইনদাত মিয়ার বাড়ি, ১৭ নম্বর ওয়ার্ড, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার; বর্তমানে- মাজার গেইট, বাদুরতলা মসজিদের সামনে, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া চান্দগাঁও থানায় সিএমপি অধ্যাদেশ ৮৮(ডি) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।