বরগুনা প্রতিনিধি:
বরগুনা-২ আসনভুক্ত বামনা উপজেলা বিএনপি, পাথরঘাটা উপজেলা বিএনপি ও পাথরঘাটা পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও বরগুনা-২ আসনের জননেতা আলহাজ্ব নূরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সাইফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার জামাল হোসেন। তাঁরা দুজনই বরগুনা জেলা ও আসনভিত্তিক নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন টিমের সক্রিয় সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন—পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ফারুক চৌধুরী, সদস্য সচিব কামরুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন চাপরাশি, সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা ও পাথরঘাটা উপজেলা বিএনপি ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি grassroots থেকে সংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।” তাঁরা আরও বলেন, বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করাই এখন সময়ের দাবি।
কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।