প্রভাস চকণবর্ত্তী,বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার চরখিদিরপুর পূর্ব কালুরঘাট আমতল এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার নাম পরিবর্তন করে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। এ নিয়ে ৩১ জুলাই বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ সরোয়ার আলম।
তিনি জানান, ১৯৯৫ সালে “আল-কবির মুহাম্মদীয়া ইবতেদায়ী মাদ্রাসা” নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে এবং শিক্ষার্থী সংখ্যা ২১৪ জন।
তবে সম্প্রতি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন এবং সহ-সুপার মফিজুর রহমান প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘এলাহী মোহাম্মদীয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা’ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এছাড়াও সহ-সুপার মফিজুর রহমান ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদ্রাসার কোনো আয়-ব্যয়ের হিসাব পর্ষদ বা এলাকাবাসীর সামনে উপস্থাপন করেননি বলেও অভিযোগ করেন বক্তারা। তাঁরা দাবি করেন, এই দুইজনের কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, এলাকাবাসীর পক্ষে মুহাম্মদ জমির, আবুল কালাম, মোহাম্মদ রফিক, নুরুল আলম, মিজান কমিশনার, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।