স্টাফ রিপোর্টার:
সাংবাদিক কামরুল ইসলামের নামে ফেক আইডি (Fake ID) ব্যবহার করে ব্যক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে—এমন অভিযোগ থানায় ও সাইবার পুলিশ সেন্টারে জমা দেওয়া হয়েছে।
সাংবাদিক কামরুল ইসলামের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যাচার ছড়াচ্ছে কতিপয় ব্যক্তি। কামরুল ইসলামের অভিযোগ—”কে বা কারা আমার নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক (Fake ID) আইডি চালাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে লিংক পেয়ে আমি অবগত হয়েছি, তারা ব্যক্তি ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে। আমি তাদের বিরুদ্ধে নিকটস্থ থানা এবং সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ করেছি।”
তিনি আরও জানান, “ফেক আইডিটির প্রোফাইল লিংক এবং স্ক্রিনশট সংগ্রহ করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দিয়েছি।”