আবদুল আজিজ:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় একটি অটোগ্যাস ফিলিং স্টেশনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটে কেরানীহাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর দিকে, মেসার্স নেজাম উদ্দীন অ্যান্ড ব্রাদার্স এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের বিপরীত দিকে, আন্ধার মানিক দরগাহ এলাকা সংলগ্ন মহাসড়কের ধারে।
স্থানীয়দের ভাষ্যমতে, গত দুই দিন ধরে ওই এলাকায় অচেনা এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। লোকটির শারীরিক অবস্থা ভালো ছিল না এবং অসুস্থ মনে হচ্ছিল। পরে ১ আগস্ট শুক্রবার রাতে আনুমানিক ৯টার দিকে পথচারীরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে শনিবার (২ আগস্ট) সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল, অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলামের নির্দেশনায়, তদন্ত কর্মকর্তা সুদীপ্ত রেজা ও এসআই আনোয়ারসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন, ৫ নম্বর ওয়ার্ড সদস্য লোকমান, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক ধর্ম ও কল্যাণ সম্পাদক ইসমাইল সিকদার প্রকাশ খাদেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত লাশের পরিচয় উদঘাটন ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।