মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মাত্র ২২ দিন কর্মরত থাকার পর আজহার আলীকে হঠাৎ করে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) জরুরি এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তার প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়।
যোগদানের মাত্র ২২ দিন পর প্রত্যাহার:
জানা গেছে, আজহার আলী ২০২৩ সালের ৯ জুলাই শিবচর থানায় ওসি হিসেবে যোগদান করেন। কিন্তু ১ আগস্ট তিনি হঠাৎ করেই শিবচর থানা থেকে প্রত্যাহার হয়ে পুলিশ লাইনে সংযুক্ত হন। এই বিষয়টি প্রশাসনিক মহলে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে, তার প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ বা ঘটনার তথ্য প্রকাশ করা হয়নি।
পুলিশ সুপারের মন্তব্য:
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান গণমাধ্যমকে জানান, “আজহার আলীকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। এটি জনস্বার্থে নেওয়া একটি সিদ্ধান্ত। শিবচর থানায় শিগগিরই নতুন ওসি নিয়োগ করা হবে।”
তিনি আরও বলেন, “এই পরিবর্তনের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা আশা করছি।”
প্রভাব ও প্রত্যাশা:
শিবচর উপজেলার সাধারণ জনগণ ও পুলিশ কর্মকর্তারা এই হঠাৎ পরিবর্তনে বিস্মিত এবং উদ্বিগ্ন। কারণ, সম্প্রতি শিবচর থানায় পুলিশি কার্যক্রম নিয়ে নানা জনমনে উদ্বেগ থাকায় নতুন নেতৃত্বে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ছিল। তাই কম সময়ের মধ্যে ওসির প্রত্যাহার স্থানীয় জনমতকে বিভ্রান্ত করেছে।
পেছনের কারণ: গোপন রেখে প্রশাসন:
বর্তমানে অফিসিয়াল সূত্রগুলো জানিয়েছে, প্রত্যাহারের পেছনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অভিযোগ থাকলেও তা গোপন রাখা হচ্ছে। সম্ভবত তদন্ত চলমান বা প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিবচর থানা ও এলাকার পুলিশ প্রশাসনের ভবিষ্যৎ:
মাদারীপুর জেলা পুলিশ প্রশাসন শিবচর থানায় শিগগির নতুন ওসি যোগদানের প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে থানায় জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।