স্টাফ রিপোর্টার:
পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির একটি প্রতিনিধি দল মাদারীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে মানবাধিকার ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ঢাকার ক্রাইম-এর সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ মৃধা, ঢাকা দক্ষিণের ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ মুক্তার, রাজৈর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রিপন শেখ, স্বাধীন সংবাদের রিপোর্টার সিফাত হোসেন গাজী এবং মানবাধিকারকর্মী ইমন।
প্রতিনিধি দল আন্তরিকভাবে সময় দেওয়ায় মাননীয় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।