মোঃ আব্দুল গফুর সিকদার:
‘বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নে যুব ও কিশোরদের সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট ২০২৫, রবিবার সকাল ১০টায় কলাতলী ইউনিয়নের মনির বাজার জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে ফলজ ও বনজ গাছের ১০০টি চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রায় ৫০ জন কিশোর-কিশোরী ও যুবক এতে অংশগ্রহণ করে।
কর্মসূচির সময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ ফজলুল হক, সাইদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল সালাম এবং কলাতলী ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ আব্দুল গফুর।
‘বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫’ একটি বার্ষিক যুব-ভিত্তিক আয়োজন, যা বাংলাদেশের সংস্কৃতি, প্রযুক্তি, পরিবেশ সচেতনতা এবং উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে একত্রিত করতে কাজ করছে। এই উৎসবে দেশের তরুণদের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ রক্ষা, প্রযুক্তিগত সমাধান, স্থানীয় প্রতিভা অন্বেষণ এবং পারস্পরিক সহায়তা ও ঐক্যবদ্ধতার বার্তা তুলে ধরা হবে।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আগামী দিনের কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।