কামরুল ইসলাম:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পুলিশ একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২ আগস্ট) রাতে ওসি মো. কামরুজ্জামানের নেতৃত্বে থানার একটি টিম অভিযান চালিয়ে কামালবাজার এলাকার অছি শাহ মাজারের পেছন থেকে চারজন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে এসআই আজিজুল হক, এসআই ফয়সাল আলম, এসআই হারেছ মো. কুসুম, এসআই লুৎফুল আহসান, এএসআই মো. তোজ্জামেল হোসেন, এএসআই মো. ফারুক মিয়া ও এএসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ২টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি দা, ২টি ছুরি, ১টি লোহার রড এবং ১টি লোহার শিলকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—
১. মো. তৌহিদুল ইসলাম (২২), পিতা- জাফর আলম, মাতা- মরিয়ম বেগম; স্থায়ী ঠিকানা- গর্জনিয়া, বাইশারী ইউনিয়ন, লামা, বান্দরবান; বর্তমানে ভাসমান অবস্থায় মোহরা ০৮নং রেলবিট এলাকায় বসবাসরত।
২. পলাশ দাশ (৪০), পিতা- হারাধন দাশ, মাতা- নিয়তি রানী দাশ; স্থায়ী ঠিকানা- আফজল নগর, সাতকানিয়া, চট্টগ্রাম; বর্তমানে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় বসবাসরত।
৩. মো. মোশারফ (২৪), পিতা- ইসরাফিল মিয়া, মাতা- জাহানারা বেগম; স্থায়ী ঠিকানা- হরেশপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া; বর্তমানে কুমারপাড়া, কাজীর হাটের দক্ষিণ পাশে বসবাসরত।
৪. মো. শাহীন (৩১), পিতা- নুরুল ইসলাম, মাতা- বিবি নুর বানু; স্থায়ী ঠিকানা- দক্ষিণ কাসেরহাট, তজুমদ্দীন, ভোলা; বর্তমানে নাসির কলোনী, জানারী স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসরত।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ডাকাত দলটি দীর্ঘদিন ধরে রাতের বেলায় বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এবং তারা সক্রিয় একটি অপরাধী চক্রের সদস্য।
এ অভিযানকে স্থানীয়রা পুলিশের একটি সফল অভিযান হিসেবে দেখছেন এবং এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকার প্রশংসা করেছেন।