খসরু মৃধা:
গাজীপুর মহানগরের পূবাইল থানার কামারগাঁও এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চার মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় শিশুটির বাবা-মা গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে রবিবার (৩ আগস্ট) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু রায়হানের বাবা রিপন মিয়া (২৫) ও মা হাফিজা খাতুন (২১) গত ১ আগস্ট কামারগাঁও এলাকার সাজ্জাদ মুন্সির মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
ঘটনার দিন ভোরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় রিপন মিয়া পানি গরম করতে চুলা জ্বালানোর চেষ্টা করলে হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের তিন সদস্যই মারাত্মকভাবে দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা আগুন নেভাতে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
তবে হাসপাতালে নেওয়ার পর শিশুপুত্র রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, দগ্ধ রিপন মিয়ার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং তার স্ত্রী হাফিজা খাতুনের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। উভয়েই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”