পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় চার ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গড়ইখালী, লস্কর, চাঁদখালী ও আমাদী ইউনিয়নের জলাবদ্ধতা দূরীকরণ এবং বদ্ধ মিনহাজ নদীর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে রবিবার সকালে উপজেলা পরিষদসংলগ্ন প্রধান সড়কে এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
প্রাক্তন জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আজমের সভাপতিত্বে ও সাবেক সেনা কর্মকর্তা জিএম আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সম রেজাউল করিম।
সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক শামছুর রহমান গাজী, গড়ইখালী কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদার, আবুল কালাম আজাদ, মাওলানা মোজাফফর হোসেন, মোতাহার হোসেন ও আবুল কালাম।
বক্তারা বলেন, দুই উপজেলার চারটি ইউনিয়নের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হচ্ছে ঐতিহ্যবাহী মিনহাজ নদী। এই নদীর একটি মাত্র স্লুইসগেট রয়েছে এবং নদীটি ইজারা প্রদান করা হয়েছে। ফলে চলতি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং এলাকাজুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ফলে স্থানীয় কৃষকরা এখনও আমন বীজতলা তৈরি করতে পারেননি এবং হাজার হাজার বিঘা জমিতে আমন ফসল উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা অবস্থান কর্মসূচির মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।