মোঃ মুজাহিদুল ইসলাম:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা। রোববার (৩ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরা-সাতাইশ সড়কের খরতৈল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনে ছিল খয়েরি রঙের শাড়ি ও লাল ব্লাউজ। তবে এখনো পর্যন্ত তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনে এলোমেলোভাবে হাঁটছিলেন ওই বৃদ্ধা। এক পর্যায়ে তিনি হঠাৎ রাস্তার মাঝখানে নেমে পড়েন এবং চলন্ত বাসের নিচে ঝাঁপিয়ে পড়েন।
বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বৃদ্ধার পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।