কামরুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের হাটহাজারীতে জনমানবহীন একটি পাহাড়ি ঝুপড়ি ঘরে অভিযান চালিয়ে একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি কামরুল ইসলাম ওরফে মনিরুল ওরফে মনি ওরফে মহিনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, কার্তুজ এবং বিপুল পরিমাণ মাদক।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন হাটহাজারী থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাওসার হোসেন, পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী, এসআই (নি.) রূপন নাথ, এএসআই মুবিনুল হক এবং সঙ্গীয় ফোর্স।
গত ৩ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে হাটহাজারী মডেল থানাধীন চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ রেললাইনের পশ্চিমে, বালুর টাল সংলগ্ন একটি পরিত্যক্ত পাহাড়ি ঝুপড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ কামরুল ইসলামকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি রামদা, একটি ছেনি, চারটি ছুরি এবং ৫১ পিস ইয়াবা।
থানা রেকর্ড ও সিডিএমএস যাচাই করে জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে দুটি হত্যা, পাঁচটি অস্ত্র এবং দুটি মাদক মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়াও একটি আলোচিত হত্যা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, যা বর্তমানে তদন্তাধীন।
পুলিশ জানায়, এসব মামলার মধ্যে একটি অস্ত্র মামলায় সে ইতোমধ্যে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। বাকি মামলাগুলো বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে থাকা দুটি গ্রেফতারি পরোয়ানাও মুলতবি ছিল।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “চট্টগ্রাম জেলা থেকে সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।”
এ বিষয়ে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, “আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযান অব্যাহত থাকবে।”