বরিশাল ব্যুরো চীফ:
বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় মাদক নির্মূল কমিটির আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় কেডিসি সম্মুখ সড়কে অনুষ্ঠিত এ ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক অনুষ্ঠানে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. এমদাদ হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. বেলাল হোসাইন, কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা এবং র্যাব-৮ এর পুলিশ পরিদর্শক আবু হোসেন শাহরিয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর হোসেন খান। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতোয়ালী থানা সভাপতি মাহমুদুল হাসান কামালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। উঠান বৈঠকের মতো উদ্যোগ স্থানীয়দের সচেতন করতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।