পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় একটি খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক ট্রলার চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
নিহত রব্বানি বেপারী ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্টু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে স্থানীয় চার ব্যক্তি—রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন—রব্বানিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয়রা খালে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের হাত-পা বাঁধা ছিল এবং দেহের সঙ্গে ইট বেঁধে পানিতে ডুবিয়ে রাখার চেষ্টার আলামত ছিল।
স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, “মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত ও হত্যাকারীদের বিচার চাই।”
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের সহায়তায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”
এ হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।