ওসি চান্দগাঁও থানার অভিযানে ০১ জন আসামি গ্রেফতার

কামরুল ইসলাম: 

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাবের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাব উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ইং ০৪/০৮/২০২৫ তারিখ রাত ০২:৪৫ ঘটিকায় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত:
১। মোঃ সাদিম (১৯), পিতা–মোঃ সালাহ উদ্দিন, মাতা–রুনা আক্তার, সাং–ইয়াকুব নগর, কবির মাস্টারের বাড়ি, থানা–সীতাকুণ্ড, জেলা–চট্টগ্রাম। বর্তমানে অবস্থান: খাজা রোড, পাক্কার দোকান, আব্বাসের মায়ের বাসার ভাড়াটিয়া, থানা–চান্দগাঁও, জেলা–চট্টগ্রাম।

তাকে চট্টগ্রাম মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৮৮ ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *