জামায়াতকে নিষিদ্ধ করতে এলে ইতিহাস থেকে মুছে যাবে: মাসুদ সাইদি

পিরোজপুর প্রতিনিধি:


ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদি বলেন,
“বিগত সরকারের জুলুম-নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, কিন্তু আল্লাহ আমাদের সেখান থেকে উদ্ধার করেছেন। জামায়াতে ইসলামী দীর্ঘ ১৫ বছর ধরে একটি রাষ্ট্র সংস্কারমুখী ও গঠনমূলক নির্বাচনের দাবিতে আন্দোলন করে এসেছে। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট এসেছে একটি নতুন বাংলাদেশের সূচনার দিন হিসেবে।”

তিনি আরও বলেন,
“যারা এখনো মনে করেন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। যারা জামায়াতের মিছিলের অংশগ্রহণকারীদের তালিকা করছে, তাদের জানিয়ে দিচ্ছি—আমরাও তাদের তালিকা করছি।”

যুদ্ধাপরাধের বিচার নিয়ে মাসুদ বলেন,
“আওয়ামী লীগ যুদ্ধাপরাধের নামে যে বিচার চালিয়েছিল, তা ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনার হাজারো খুনের দায় কোনভাবেই মাফযোগ্য নয়। তাকে বন্দি বিনিময়ের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে বিচার করতে হবে।”

তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“কিছু লোক গায়ে পা দিয়ে উস্কানি দিতে চাইবে, কিন্তু আমরা উত্তেজিত হবো না। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *