ছাতকের গোবিন্দগঞ্জে বিএনপির বিজয় মিছিলে জনস্রোত, নেতৃত্বে মিজানুর রহমান চৌধুরী

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :

৫ আগস্ট ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই করতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এই দেশের মানুষ মেনে নেবে না। ছাত্র-জনতার রক্তঝরা ২৪ জুলাইয়ের বিজয় আমাদের অনুপ্রেরণা ও শক্তি। এই বিজয় অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের। তিনি আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, স্বৈরাচার দেশ ত্যাগ করেছে, প্রয়োজনে স্বৈরাচারের দোসররাও পালাতে বাধ্য হবে। এ দেশের মুক্তিকামী মানুষ গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

ছাতক উপজেলার মানুষের কল্যাণে অঙ্গীকার করে তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় গিয়ে ছাতকসহ সারা দেশের মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। ছাতকবাসীর ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

বিজয় মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন আহমেদ এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু হুরায়রা সুরত।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি।

এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, মো. আবু সুফিয়ান, এখলাছুর রহমান, এড. আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, ছালিক মিয়া চৌধুরী রুকন, কামাল চৌধুরী, শাহীনুল হক চৌধুরী, ফরিদ মিয়া।

আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি এড. আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ, জেলা যুবদল নেতা জিল্লুর রহমান মানিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুক আহমদ, রাহেল আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ চৌধুরী মাসুম, জেলা ছাত্রদল নেতা আবু তালেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ কামাল, আবিদুর রহমান আবিদ, আলা উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *