নিজাম উদ্দিন:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সোনাইমুড়ী বাইপাসে আলোচনা সভা ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নোয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মামুনুর রশীদ মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু, বিএনপি নেতা জাকির হোসেন ও মনির ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মারুফ, যুবদল নেতা আনোয়ার হোসেন মান্না ও মাসুদ ভূঁইয়া, জেলা কৃষক দলের সদস্য ইসরাফিল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সাদ্দাম ও যুগ্ম আহ্বায়ক সবুজ মোল্লা।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং সোনাইমুড়ীর বীরদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “জুলাইয়ের সেই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী প্রতিবাদ, যা চিরকাল গণতান্ত্রিক চেতনার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এ সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রাজুর নেতৃত্বে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।