নিজাম উদ্দিন:
জুলাই’২৪ এর বিপ্লব এবং হাজারো শহীদের রক্তস্রোতে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর সোনাইমুড়ী শাখা পৃথক পৃথক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত করে।
মঙ্গলবার সকাল ১১টায় সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন পার্কিং মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনাইমুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আনোয়ারুল হক কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনের গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
-
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন
-
সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল
-
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সম্পাদক কুতুব উদ্দিন সানি
-
পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোতাহের হোসেন মানিক
-
সাধারণ সম্পাদক রেজায়ের রাব্বি (মাহবুব)
-
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম (ফরহাদ)
-
উপজেলা যুবদল সভাপতি ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন
-
সদস্য সচিব তাজুল ইসলাম (চৌধুরী)
-
পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া
-
মোস্তফা মিল্টন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সেই দিন বিকেলে ৩টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে সাবেক ছাত্র নেতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনের মনোনয়নপ্রত্যাশী জননেতা মামুনুর রশিদের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি হানিফ মোল্লার সভাপতিত্বে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা ময়দানে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা আবু সায়েদ, সোনাইমুড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।