পটিয়া থানা এলাকায় তিনজন অপহরণ, মুক্তিপণ নিয়ে মুক্তি

কামরুল ইসলাম: 

পটিয়ায় কিছু দিন পর পর অপহরণের ঘটনা ঘটছে। পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে কেলিশহর ইউনিয়নের মফজল আহমদের পুত্র মো. নাছের (৪০), একই এলাকার দুলাল শীলের পুত্র পলাশ শীল (৩৩) এবং মৃত সুশীল শীলের পুত্র রাজু শীলকে (২৫) অপহরণ করেছে। শুক্রবার সকাল ৯টার দিকে পাহাড়ের কেলিশহরের ঘুনা এলাকা থেকে পাহাড়ি সন্ত্রাসীরা এ তিনজনকে ধরে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পর রাত ১১টার দিকে অপহৃতদের ছেড়ে দেয়।

জানা গেছে, উপজেলার কেলিশহরের তিন কৃষক সকালে কাজ করতে পাহাড়ে যান। সকাল ৯টার দিকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে আটক করে রাখে সন্ত্রাসীরা। পরে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে মোবাইলের বিকাশের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। মুক্তিপণ পাওয়ার পর সন্ত্রাসীরা তিনজনকে ছেড়ে দেয়।

অপহৃত পলাশ শীলের ভাই বিপ্লব শীল জানিয়েছেন, তাদের একটি বাগান রয়েছে। তার ভাইসহ দুইজন বাগানে কাজ করতে গিয়েছিলেন। এসময় তিনজনকে ধরে গহীন পাহাড়ে আটক করে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পাঠানো হলে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীরা তিনজনকেই বেদমভাবে মারধর করেছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজন অপহরণের শিকার হয়েছেন বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *