সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রশিদ, সাতক্ষীরা:

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, নির্বাহী সদস্য মুহা: জিল্লুর রহমান, খবরপত্রের জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম, দৈনিক রূপবানীর সাতক্ষীরা প্রতিনিধি এম ইদুজ্জামান ইদ্রিস, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহ আলম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান, আমার বার্তার জেলা প্রতিনিধি মীর আবু বকর, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন। অথচ যার বিপক্ষে যায়, তখন সাংবাদিককে আক্রমণ করা হয়।

এ সময় বক্তারা আরও বলেন, আজ যদি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার হতো, তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না। বর্তমান সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাংবাদিকরা অনিরাপদ হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

অনতিবিলম্বে দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *