সাংবাদিক তুহিন খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা

জালালুর রহমান, মৌলভীবাজার: 


জনসমক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে চৌমোহনা চত্বরে সর্বস্তরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি) এর যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন—মৌলভীবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার এনসিপি যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), সাংবাদিক এহসান বিন মুজাহির, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, সাংবাদিক মঈনুল হক প্রমুখ।

মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবাল, সাংবাদিক আব্দুল্লাহ আহমদ, মনজু বিজয় চৌধুরী, রিপন আহমদ-১, রিপন আহমদ-২, রিপন আহমদ-৩, আব্দুল মুকিত ইমরাজ, বিকাশ দাশ, খালেদ আহমদ সামির, বিজয় সাহা, জাহেদুল ইসলাম পাপ্পু, নাসরিন প্রিয়া, শাহ মোঃ ফজলুর রহমান, জুয়েল আহমদ, শায়েক আহমদ, মহসিন আহমদ, এমরান হোসেন, সাংবাদিক সাকিব আহমদ, সাদিকুর রহমান সাব্বির, জুনেদ আহমদ, রকিবুল ইসলাম রকি প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন—সারাদেশে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন। গত ৭ আগস্ট বৃহস্পতিবার এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় আসাদুজ্জামান তুহিনকে। অপরদিকে, অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করতে গিয়ে নগরীর সাহাপাড়া এলাকায় হামলার শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাতও করা হয় তাকে। পাশেই পুলিশ সদস্যদের দেখা গেলেও তাৎক্ষণিকভাবে তারা এগিয়ে আসেনি। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *