কামরুল ইসলাম:
মোঃ আফতাব বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে কঠোর অভিযান শুরু করেছেন। তাঁর নেতৃত্বে, এসআই (নি:) আব্দুল্লাহ আল নোমানসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
২০২৫ সালের ১০ আগস্ট রাত ২:৫০ মিনিটে বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ড হুজুরের বাড়ীস্থ কাজলীর ভাড়াঘরের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযানে অভিযুক্ত মোঃ ইরফান প্রকাশ ইব্রাহিম (১৯) কে গ্রেফতার করা হয়। আসামীর পিতা মোঃ আব্দুল, মাতা নাজমা বেগম। তার ঠিকানা সাং-হাকীমুদ্দিন, উদাপুর রাস্তার মাথা, থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা। বর্তমানে চৌচালা হুজুরের বাড়ী, আব্দুর রহমানের টিনশেড ভাড়াঘর, ৩৭ নম্বর ওয়ার্ড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত বন্দর থানায় মামলা নং-৬, তারিখ-১০/০৮/২০২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) মোতাবেক রুজু করা হয়েছে।