মোঃ ফেরদৌস হোসেন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
অবরোধে ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু’পাশে যানজটের সৃষ্টি হয়। ঢাকা–পাবনা, ঢাকা–রাজশাহী ও ঢাকা–বগুড়া মহাসড়কের বিভিন্ন মুখে অবস্থান নেওয়ার ফলে শত শত বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গেল ২৬ জুলাই থেকে তারা মানববন্ধন, প্রতীকী ক্লাস, শিকল ভাঙার গানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রকল্পের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদন ও বাজেট পাসের কার্যক্রম আটকে রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসের জন্য প্রাথমিকভাবে প্রায় ৯২ কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছিল। সংশোধনের পর তা ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রকল্পটি ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত। তাদের পড়াশোনার জন্য ৩৪ জন শিক্ষক এবং ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী দায়িত্ব পালন করছেন। কিন্তু শহরের ভাড়া নেওয়া কয়েকটি কলেজ ও ভবনে ক্লাস পরিচালনা করায় শিক্ষার্থীরা নানা সমস্যায় ভুগছেন।