স্টাফ রিপোর্টার:
উচ্চশিক্ষিত হয়েও মসজিদের সামনে দাঁড়িয়ে পেয়ারা বিক্রি করতে লজ্জাবোধ করছেন না মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা। ‘আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট’-এর ‘দি আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং’ কোর্সের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি বাস্তবসম্মত প্রশিক্ষণের অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এই কোর্সের শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন স্থানে, এমনকি মসজিদের সামনে দাঁড়িয়েও পণ্য বিক্রির মতো বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করছেন। তাদের লক্ষ্য, সব ধরনের অহংবোধ ও জড়তা কাটিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলা।
কোর্সের শিক্ষার্থী মোঃ আনজার শাহ বলেন, “আমি মাস্টার্স সম্পন্ন করেছি, কিন্তু মসজিদের সামনে দাঁড়িয়ে পেয়ারা বিক্রি করতে আমার মোটেও লজ্জা হচ্ছে না। কারণ আমি হালাল পথে ব্যবসা করছি। আমি একজন নীতিবান ও পরিশ্রমী উদ্যোক্তা হতে চাই।” তিনি আরও বলেন, “আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সকল ইগোকে দূরে ঠেলে দিয়ে বিভিন্ন কোম্পানি, দোকান, ফুটপাত বা মসজিদের সামনে দাঁড়িয়ে পণ্য বিক্রি করতে হয়।”
বিশেষজ্ঞরা বলছেন, সেলস এবং মার্কেটিং এমন একটি জগৎ, যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে প্রায়োগিক দক্ষতার গুরুত্ব অনেক বেশি। একজন গ্রাহকের মনস্তত্ত্ব বোঝা, তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, পণ্যের সঠিক উপস্থাপনা এবং সফলভাবে বিক্রয় সম্পন্ন করার মতো বিষয়গুলো হাতে-কলমে শেখার কোনো বিকল্প নেই। ক্লাসের চার দেয়ালে অর্জিত জ্ঞান যখন বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিত হয়, তখনই একজন শিক্ষার্থী সত্যিকারের পেশাদার হিসেবে গড়ে ওঠে।
‘আস সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট’-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তারা মনে করছেন, এই ধরনের বাস্তবসম্মত প্রশিক্ষণ তরুণদের শুধুমাত্র কর্পোরেট জগতের জন্যই প্রস্তুত করবে না, বরং হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করবে এবং উদ্যোক্তা হিসেবে সফল হতে অনুপ্রেরণা যোগাবে। প্রতিষ্ঠানটির এই অভিনব প্রশিক্ষণ পদ্ধতি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্যেও অনুকরণীয় হতে পারে বলে তারা মত প্রকাশ করেছেন।