কুমিল্লা ১ ও ২ আসনের সীমানা চূড়ান্ত গেজেট প্রকাশের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

আবুল কালাম আজাদ: 

নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের দাবি জানিয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, বিগত সরকারের সময় ২০২৩ সালে ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানায় পরিবর্তন এনেছিল। বর্তমান স্বাধীন নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া তালিকায় পূর্বের সীমানা পুনর্বহাল করা হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটা বাতিলের অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের খসড়া তালিকা অনুযায়ী গেজেট প্রকাশ চাই।

সংবাদ সম্মেলনে চার উপজেলার পক্ষে লিখিত বক্তব্য উত্থাপন করেন মো: মিজানুর রহমান। এসময় হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, তিতাস উপজেলার সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, বিএনপি নেতা মনির হোসেন ভূঁইয়া, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্লাহ, প্রফেসর শহিদুল ইসলাম, হোমনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা হক, মেঘনা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরীন, হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর, আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির মোল্লা, মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সরকার ও আবুল কাশেম, মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হুসাইন মোহাম্মদ মহসিনসহ চার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শত শত জনগণ।

লিখিত বক্তব্যে বলা হয়, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন একত্রে থাকলে উভয় সংসদীয় আসনের উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয়, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। এটি জনমতের প্রতিফলন এবং জনগণের স্বার্থে সর্বোত্তম হবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *